টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বার্তা ডেস্ক :: টাঙ্গাইলের ঘাটাইলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে শাওন (১২) ও নাঈম (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।তারা সম্পর্কে চাচাতো ভাই।
বুধবার (১১ জুন) উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দুই ভাই শাওন (১২) ও নাঈম (১০) উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামের সৌদি প্রবাসী জমির উদ্দিন ও তার ভাই হাবিল উদ্দিনের ছেলে।
জানা গেছে, বুধবার বিকেলে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে একপর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে জুতা ও গেঞ্জি পড়ে থাকতে দেখে। পরে রাত ১০টার দিকে পুকুর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। দুই কিশোরের কেউ সাঁতার জানতো না।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।