নবীগঞ্জে ৩ সন্তানের জননীকে পিটিয়ে জখম : স্বামীর যন্ত্রনায় অতিষ্ট

নবীগঞ্জ প্রতিনিধি।। যৌতুকের দাবীকৃত টাকা না দেয়ায় ৩ সন্তানের জননী রোশনা বেগম (২৭) কে পিটিয়ে জখম করেছে মাদকাসক্ত স্বামী সোহেল মিয়া। ঘটনাটি ঘটেছে-গত ৮ জুন সন্ধ্যা ৭ টায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের পল্লী এলাকা মথুরাপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে তার স্বামী সোহেল মিয়া (৩০), ভাই মোসাহিদ মিয়া (২২), বোন সেলিনা বেগম (২৬) এবং রিজনা বেগম (২৩)-কে আসামী করে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর বড় ভাই ও বাদীর লিখিত অভিযোগ সুত্রে প্রকাশ- প্রায় ১৫/১৬ বছর পূর্বে মথুরাপুর গ্রামের শাহ নুর আলীর কন্যা রোশনা বেগম এর সাথে সোহেল মিয়ার বিয়ে হয়। বিবাহের পর তাদের সংসারে ৩টি সন্তান জন্মগ্রহন করে। তার মধ্যে ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। খারাপ লোকদের সাথে চলাফেরা করার কারণে সোহেল মাদকাসক্ত হয়ে পড়ে। এবং কারণে অকারণে তার স্ত্রীকে মারধর করতো। নেশার টাকার জন্য তার স্ত্রীকে চাপ প্রয়োগ করতে থাকে। এমনকি সে বিদেশে যাবার কথা বলে স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা দাবী করে। স্ত্রী সে টাকা পিত্রালয় থেকে এনে দিতে অস্বীকার করায় নির্যাতনের মাত্রা আরো বাড়াতে থাকে। রোশনা বেগম এর পিত্রালয়ের লোকজন তার সুখের চিন্তা করে তাকে জায়গাসহ নতুন ঘর নির্মান, বিভিন্ন সময় নগদ টাকাসহ বিভিন্ন সহযোগীতা করে আসছেন। কিন্তু নিষ্টুর স্বামী সোহেল অভ্যাস পরিবর্তন না করে একই ভাবে চলতে থাকে। এরই জের ধরে গত ৮ জুন ২ লক্ষ টাকা দাবী করলে সে কোন টাকা-পয়সা দিতে পারবেনা বলে অপরাগতা প্রকাশ করার সাথে সাথেই স্ত্রীর চুলের মুঠি ধরে মাটিতে ফেলে এলোপাতাড়ী কিল ঘুষি, লাথীসহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করতে থাকে। তার আর্তচিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে সে জীবন রক্ষার্থে দৌড়ে বাড়ী হতে বের হয়ে পাশের বাড়ীতে আশ্রয় নেন। পরে নিরুপায় হয়ে নবীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।