নবীগঞ্জে অব: প্রাপ্ত সেনা কর্মকর্তা সহ একঝাঁক নতুন মুখ গনঅধিকার পরিষদে যোগদান

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে সাবেক সেনা কর্মকর্তা আবুল কালাম আজাদ (রেনু)সহ একঝাঁক নতুন মুখ গন অধিকার পরিষদে যোগদান করে। নবীগঞ্জ উপজেলা গনঅধিকার পরিষদের নেতা ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য আশাহীদ আলী আশার সভাপতিত্বে ও গন অধিকার পরিষদের নেতা আয়ুব আলীর সঞ্চালনায় নবীগঞ্জ আরজু হোটেল এন্ড রেষ্টুরেন্টে এক যোগদান সভা অনুষ্ঠিত!!
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ -১ নবীগঞ্জ (বাহুবল) আসনের মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেন জীবন। এসময় আবুল হোসেন জীবন সাবেক সেনা কর্মকর্তা আবুল কালাম আজাদ (রেনু) সহ সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন, পাশাপাশি গনঅধিকার পরিষদে যোগদান হওয়াতে দলের সভাপতি নির্যাতিত নিপিড়ীত ভিপি নুরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান,, ও একটি স্লোগান দিয়ে বলেন আমাদের অঙ্গিকার দেশ হবে জনতার, এটা শুধু একটা স্লোগান নয় এটা একটা অধিকার যা একমাত্র গনঅধিকার পরিষদ লক্ষ করে, গনঅধিকার পরিষদ এটা শুধু ভিপি নুরের দল নয়, এটা গোটা বাংলাদেশের মানুষের দল!! পাশাপাশি আবুল হোসেন জীবন বলেন গত কিছুদিন আগে গননেতা ভিপি নুরের উপর আতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও একটা কথা বলতে চাই কিছু কুচক্রী মহল আমাদের গনঅধিকার পরিষদের সাফল্য দেখে তারা প্রতিহিংসা মূলক ভিপি নুরের উপর সন্ত্রাসী হামলা চালায়, যা কোনো রাজনৈতিক দলের নৈতিকতা নয় এটা শুধু একটা অসভ্য জাতী করতে পারে বলে আমি মনে করি এবং ভিপি নুরের হাত ধরে আগামীতে গনঅধিকার পরিষদ বহুদূর এগিয়ে যাবে এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের নেতা সুহানুর রহমান জিলু, গন অধিকার পরিষদের নেতা রুমান মিয়া, আবিদ মিয়া,আব্দুর রহমান, মাদুম আহমেদ, ইসলাম উদ্দিন, ও যুব নেতা হাবিবুর রহমান প্রমুখ ।