সুনামগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ৪ জনকে কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীর আলীপুর ব্রিজ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক চার জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিনাপার্টি গ্রামের মকদুছ আলীর ছেলে লিটন মিয়া, খুশিদ আলীর ছেলে কামাল, রিফাত আলীর ছেলে ফারুক মিয়া এবং মকসুদ আলীর ছেলে ফারুক আলী।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।
বুধবার (১৮ জুন) বিকেলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় দোয়ারাবাজার থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নির্মাণাধীন সরকারি আলীপুর ব্রিজ সংলগ্ন নদী এলাকা থেকে ড্রেজার ও অন্যান্য উপকরণ ব্যবহার করে বালু উত্তোলন করছিল একটি সংঘবদ্ধ চক্র। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, সরকারি স্থাপনার নিকটবর্তী নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কর্মকাণ্ড নদীর পরিবেশ ও অবকাঠামোর ওপর গুরুতর হুমকি তৈরি করে। খাসিয়ামারা নদী থেকে বালু লুট বন্ধে প্রশাসনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।