Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা

Main Menu

  • হোম পেজ
  • সারা বাংলাদেশ
  • সিলেট বিভাগ
  • মৌলভীবাজার জেলা
  • সুনামগঞ্জ জেলা
  • হবিগঞ্জ জেলা
  • আইন আদালত
  • মতামত
  • খেলাধুলা
  • আমাদের পরিবার
  • Copyright Policy
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Contact Us
  • About Us

Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা

Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা

  • হোম পেজ
  • সারা বাংলাদেশ
  • সিলেট বিভাগ
  • মৌলভীবাজার জেলা
  • সুনামগঞ্জ জেলা
  • হবিগঞ্জ জেলা
  • আইন আদালত
  • মতামত
  • খেলাধুলা
  • আমাদের পরিবার
  • Copyright Policy
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
মতামত
Home›মতামত›দারিদ্র্যবিমোচনে ইসলামে জাকাত ব্যবস্থা : প্রেক্ষিত বাংলাদেশ

দারিদ্র্যবিমোচনে ইসলামে জাকাত ব্যবস্থা : প্রেক্ষিত বাংলাদেশ

By ইকবাল তালুকদার
January 17, 2025
85
0
Share:

বিশ্বের প্রায় প্রতিটি ধর্মে দান-খয়রাতের গুরুত্ব রয়েছে। তবে ইসলামি দানের একটি বিশেষ খাত হলো জাকাত। ইসলামের মূল স্তম্ভগুলোর মধ্যে একটি হলো জাকাত, যা বিত্তবান মুসলমানদের প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ অর্থ বা সম্পত্তি দানের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। দারিদ্র্যবিমোচনে জাকাতের এই ব্যবস্থা বাংলাদেশসহ পৃথিবীজুড়ে এক আশার আলো হিসেবে আবির্ভূত হয়েছে। বিশেষ করে বাংলাদেশে, যেখানে দারিদ্র্যের হার এখনো বেশ উচ্চ, যাকাতের সঠিক ব্যবহার দারিদ্র্যবিমোচনে অত্যন্ত কার্যকর হতে পারে।

রজন দরিদ্র্য মুসলমানের অধিকার নয়, বরং সমাজের সর্বস্তরের দুঃস্থদের সাহায্য করার জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। যাকাতের মাধ্যমে, ধনী ব্যক্তি তার সম্পদের একটি অংশ গরীব, মিসকিন এবং অন্যান্য অসহায়দের কাছে পৌঁছে দেন, যা সমাজে আর্থিক ভারসাম্য স্থাপন করতে সহায়তা করে। যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ এবং এটি একজন নেসাবের মালিক মুসলিমের ওপর ফরজ। কোরআন ও হাদিসে জাকাতের গুরুত্ব এবং এর নিয়মাবলী নিয়ে বহু বর্ণনা রয়েছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ কোরআনিক আয়াত এবং হাদিস উল্লেখ করা হলো:

 

আল্লাহ তায়ালা কোরআন শরীফের সুরা আল-বাকারার (২:১১০) আয়াতে প্রদান করেন, ‘সালাত কায়েম কর ও তোমরা যাকাত দাও।’ এই আয়াতে নামাযের সাথে যাকাতের আদায়ের কথা উল্লেখ করা হয়েছে, যা ইসলামের গুরুত্বপূর্ণ রুকন।

পবিত্র কোরআনের সুরা আল-তাওবা (৯:৬০) আয়াতে আল্লাহ বলেন, ‘জাকাত শুধু গরিব, মিসকিন, যাদের হৃদয় ইসলামের প্রতি আকৃষ্ট করতে হবে, দাসমুক্তির জন্য, ঋণী, আল্লাহর পথে সংগ্রামী এবং সফরে বের হওয়া ব্যক্তিদের জন্য। এটা আল্লাহর নির্ধারিত কর্তব্য।’ এই আয়াতে যাকাতের উপকারভোগীদের বর্ণনা করা হয়েছে, যারা বিভিন্ন সামাজিক অবস্থার মধ্যে পড়েন।

 

আল্লাহ সুরা আল- মুমিনুন (২৩:৪) আয়াতে উল্লেখ করেন, ‘সফলকাম মুমিন তারা- যারা বিনয়ের সাথে নামায আদায় করে, অর্থহীন কথা ও কান থেকে বিরত থাকে এবং যারা তাদের যাকাত আদায় করে।’ এখানে যাকাত আদায়ের গুরুত্বের কথা বলা হয়েছে।

 

পবিত্র কোরআনের সুরা আল-মুজাদিলা (৫৮:১২) মহান আল্লাহ আরো উল্লেখ করেন ‘হে মুমিনরা! যখন তোমরা আল্লাহর রাসুলের কাছে গোপন কথা বল, তখন তার আগে কিছুটা দান দাও।’ এটি একটি নির্দেশনা, যেখানে আল্লাহ বলেছেন যে, আল্লাহর রাসূলের সঙ্গে কথা বলার আগে কিছু দান দেওয়া উচিত।

 

যাকাত বিষয়ে হাদিসের উদ্ধৃতি

জাকাত বিষয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) হাদিসের ইবনু মাযাহ (হাদিস ১/৯৫০) এরশাদ করেন, ‘জাকাত না দেওয়ার কারণে কোনো ব্যক্তি যদি তার সম্পদ জমা করে রাখে, তবে তার ওপর এই সম্পদের হিসাব নেওয়া হবে।’ এই হাদিস থেকে বোঝা যায় যে, জাকাত প্রদান না করলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে।

 

সাহিহ মুসলিম (হাদিস ৪) মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘জাকাত তোমাদের সম্পদের পবিত্রতা এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের প্রমাণ।’ এই হাদিসে যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হওয়ার কথা বলা হয়েছে, যা আল্লাহর প্রতি শ্রদ্ধারও একটি উপায়। মহানবী (সা) বলেছেন যে, যে সম্প্রদায়ই যাকাত দিতে অস্বীকার করবে, আল্লাহ তাদের ক্ষুধা-দারিদ্র্য ও দুর্ভিক্ষের সংকটে নিপতিত করবেন (তাবারানী)।

 

জাকাতের উদ্দেশ্য

জাকাতের মাধ্যমে ধনী ব্যক্তিরা তাদের সম্পদের কিছু অংশ গরীব ও অভাবী মানুষের কাছে পৌঁছে দেন, যা সমাজে অর্থনৈতিক সমতা এবং আর্থিক স্বস্থি ও শান্তি প্রতিষ্ঠা করতে সহায়ক। এটি একদিকে আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক, অন্যদিকে দীন-দুনিয়ার উন্নতির মাধ্যম।

 

বাংলাদেশে জাকাত ব্যবস্থার বাস্তবতা

বাংলাদেশ, যে দেশটি জন্ম থেকেই দারিদ্র্যের মধ্যে রয়েছে, এখানে যাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশে সন্নিহিত প্রায় ২০-২৫% লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। তাদের জন্য যাকাতের আহরিত অর্থ-সম্পদ সঠিকভাবে বিতরণ হলে এটি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশের যাকাত ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রতিষ্ঠানটি প্রতি বছর যাকাত সংগ্রহ করে তা উপযুক্তভাবে বিতরণের ব্যবস্থা করে থাকে। সরকারের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় সংগঠন ও প্রতিষ্ঠানও যাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের কাজ করছে। যদিও দেশে যাকাত সংগ্রহের ব্যবস্থা ও সঠিক বিতরণে কিছু সমস্যা রয়েছে, তবুও এর মাধ্যমে অনেক দরিদ্র মানুষের জীবনমান উন্নত হয়েছে।

 

 

জাকাতের প্রভাব

যাকাতের সঠিক প্রয়োগ একটি শক্তিশালী আর্থসামাজিক পরিবর্তন আনতে পারে। এটি শুধু মাত্র গরিবের সহায়তা নয়, বরং সমাজে ন্যায্যতা, সহানুভূতি এবং সমবেদনা তৈরি করে। মুসলিম সমাজে যাকাতের মাধ্যমে ধনী ও গরিবের মধ্যে ব্যবধান ও সামাজিক দূরত্ব কমে আসে, এবং একটি সদ্ব্যবহার ও মানবিক সম্পর্ক গড়ে ওঠে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, যেখানে আর্থিক বৈষম্য অত্যন্ত তীব্র, যাকাতের মাধ্যমে এই বৈষম্য কিছুটা কমানো সম্ভব।

 

জাকাতের আধুনিক ব্যবস্থাপনা

বর্তমানে বাংলাদেশের যাকাত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জাকাত সংগ্রহ এবং বিতরণ করা হচ্ছে, যা এর সঠিক বিতরণে সহায়ক ভূমিকা রাখছে। বাংলাদেশে বিভিন্ন সংগঠন যেমন ইসলামিক ফাউন্ডেশন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, মাদ্রাসাসমূহ এবং এনজিও সংস্থাগুলো এ বিষয়ে কাজ করছে। সরকারের সহযোগিতায় এগুলো আরও সম্প্রসারিত হতে পারে।

 

ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বোর্ডের উদ্যোগে যাকাত ম্যানেজমেন্ট সিস্টেম এ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরির কাজ সম্পন্ন হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে ‘মোবাইল গেইম ও এ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ্যাপ্লিকেশন সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। ওয়েবসাইটে প্রবেশ করে এ সম্পর্কিত বিস্তারিত জানা যাবে। এ এ্যাপ্লিকেশনের মাধ্যমে যাকাত প্রদানের সঙ্গে সঙ্গে তার রশিদ ও সার্টিফিকেট প্রদান করা হবে। যা যাকাত প্রদানকারী তাৎক্ষণিক নিতে পারবেন।

 

যাকাত এ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজেই স্বল্প সময়ে ঘরে বসেই অনলাইনে যাকাত প্রদান করা যাবে। দেশের বাইরে অবস্থানরত প্রবাসীরাও এই এ্যাপ্লিকেশন ব্যবহার করে যাকাত প্রদান করতে পারবেন। যাকাত ফান্ড পরিচালনা পদ্ধতি ও নীতিমালা, যাকাত প্রদানের নিয়মাবলী, যাকাতের নিসাব, যাকাতের সংগ্রহ ও বন্টন নীতিমালা, যাকাত বন্টনের নির্ধারিত খাত, যাকাত গণনার নিয়মসহ যাকাত সম্পর্কিত যে কোন তথ্য এই এ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে জানা যাবে।

 

ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত অন্যতম। স্বাধীন, পূর্ণবয়স্ক মুসলিম নর-নারীর কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে কতিপয় শর্তসাপেক্ষে তার উপর যাকাত ফরজ হয়ে থাকে। পরিকল্পিতভাবে যাকাত প্রদান করলেই সমাজ, দেশ, জাতি ও রাষ্ট্র এবং বিশ্ব দারিদ্র্যমুক্ত হবে। তাই, দেশের অভ্যন্তরে ও দেশের বাইরের সকল ব্যবসায়ী শিল্পপতি ও বিত্তবান মুসলিমকে দুঃস্থ ও অসহায় মুসলিমদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বীকরণ ও দারিদ্র্য বিমোচনে যাকাত এ্যাপ ব্যবহার করে যাকাত প্রদানের জন্য সরকারি যাকাত বোর্ডের পক্ষ থেকে আহবান জানানো হচ্ছে। উল্লেখ্য, সরকারী যাকাত ফান্ডে যাকাত প্রদানকারীর অর্থ সম্পূর্ণ আয়কর মুক্ত। সরকারি যাকাত বোর্ডে যাকাতের অর্থ-প্রদান করে যে রশিদ বা সনদ পাওয়া যায় তা-ই আয়কর রিটার্নের সাথে জমা দিলে এই পরিমান কর মওকুফ হয়।

ইসলামে যাকাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক প্রতিষ্ঠান। বাংলাদেশের মতো একটি দারিদ্র্যপীড়িত দেশে, যাকাতের সঠিক ব্যবস্থাপনা দারিদ্র্য বিমোচনে কার্যকরী ভূমিকা রাখতে পারে। ইসলামিক ফাউন্ডেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলির সহযোগিতায় বাংলাদেশে যাকাত ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব। যদি এ ব্যবস্থাপনা আরও সুসংগঠিত ও কার্যকরী হয়, তাহলে বাংলাদেশের দারিদ্র্য দূর হয়ে দেশ সমৃদ্ধ হতে বেশি দিন প্রয়োজন হবে না।

 

 

আঃ ছালাম খান

মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন (সিনিয়র জেলা ও দায়রা জজ)

Previous Article

১০৮ দিনেই কোরআনের হাফেজ শিশু তামিম

Next Article

মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ভাতের মেলা

0
Shares
  • 0
  • +
  • 0
  • 0
  • 0
  • 0

Related articles More from author

  • -লিড নিউজমতামত

    বয়সে বড় নারীকে বিয়ে করার সুবিধা

    April 25, 2025
    By ইকবাল তালুকদার
  • আইন আদালতখেলাধুলামতামতমৌলভীবাজার জেলারাজধানী ঢাকাসারা বাংলাদেশসিলেট বিভাগসুনামগঞ্জ জেলাহবিগঞ্জ জেলা

    অন্তবর্তীকালীন সরকার গঠনে রেফারেন্স ও মতামত প্রক্রিয়ার বৈধতা নিয়ে রিট খারিজ

    January 13, 2025
    By inathganjbarta
  • মতামত

    সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলার আহ্বান ফারুকের

    January 17, 2025
    By ইকবাল তালুকদার
  • -লিড নিউজমতামত

    দাঁড়িয়ে পানি পান কি কঠিন বিপদের লক্ষণ?

    January 24, 2025
    By ইকবাল তালুকদার
  • -লিড নিউজমতামত

    শবে মেরাজে যে নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মুহাম্মদ (সা.) এর

    January 27, 2025
    By ইকবাল তালুকদার
  • -লিড নিউজধর্মমতামত

    সাহরি খাওয়ার পর স্ত্রী সহবাস করা যাবে কি?

    March 10, 2025
    By ইকবাল তালুকদার

Leave a reply Cancel reply

  • আইন আদালতহবিগঞ্জ জেলা

    নবীগঞ্জে ছাত্রদল নেতা শাকিলের উপর হামলার প্রধান আসামী মৌলদ কারাগারে

  • -লিড নিউজসারা বাংলাদেশ

    বান্দরবানে টানা বৃষ্টিপাত অব্যাহত, পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

  • -লিড নিউজমৌলভীবাজার জেলা

    মৌলভীবাজারে মুরগির বাচ্চার ম ড় ক, খামারিরা দিশে*হারা