সিলেটের ফেঞ্চুগঞ্জে রেলক্রসিং পার হওয়ার সময় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি বিয়ের প্রাইভেটকার ধানখেতে পড়ে গেছে। এ ঘটনায় গাড়ির চালক আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-ঢাকা রেলপথের ফেঞ্চুগঞ্জের শাহ মালুম (র.) মাজারের পাশে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত চালকের নাম মো. হোসেন আহমদ (৩৮)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ গ্রামের আওলাদ হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান।
তিনি বলেন, দুপুর ১২টার দিকে বিয়ের প্রাইভেটকারটি রেলক্রসিংয়ের ওপর উঠে বন্ধ হয়ে যায়। ঠিক ওই সময়ে দ্রুত গতির পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে প্রাইভেটকারটি ধানখেতে গিয়ে পড়ে। এতে চালক গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
https://websites.co.in/refer/168184
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply