মাসুদ শিকদারঃ নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজারে পূবালী ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরার পথে ছিনতাই চেষ্টাকালে তাইজ উদ্দিন (৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটক ছিনতাইকারী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা। গতকাল সোমবার জনৈক মহিলা পূবালী ব্যাংক থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে মিনাজপুর কেয়াঘাট সংলগ্ন আসামাত্র পেছন থেকে ২টি মোটর সাইকেল যোগে ৪/৫ ছিনতাইকারী তার সামনে এসে দাড়ায়। এসময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে টাকাগুলি ছিনতাই’র চেষ্টা করে। ওই সময় তিনি শোর চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে সঈদপুর বাজার থেকে আটক করে। পরে তাকে তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। নবীগঞ্জ থানার ওসি মো: কামাল হোসেন জনান- ছিনতাইকারী আটকের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা হয়েছে।
Leave a Reply