1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে তীব্র গরমেও বিদ্যুতের ভেলকিবাজি॥ অতিষ্ট জনজীবন

  • আপডেটের সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৮ ভিউ

নবীগঞ্জ প্রতিনিধি।। দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে নবীগঞ্জে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং জনজীবনকে চরম দুর্ভোগে ফেলেছে। প্রতিদিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করলেও বিদ্যুৎ সরবরাহে কোনো সুনির্দিষ্ট সময়সূচি নেই। পৌর শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল সবখানেই বিদ্যুতের ‘আসা-যাওয়ার খেলা’ চলছে অবিরাম।গ্রাহকদের অভিযোগ, ১-২ ঘন্টা পরপর ১৫-২০ মিনিটের জন্য বিদ্যুৎ দেয়া হচ্ছে। অসহনীয় গরমে যেখানে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ সেখানে এমন অবস্থায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। ফ্যান চলে না, ফ্রিজ বিকল হয়ে খাবার নষ্ট হচ্ছে, অফিস ও বাসাবাড়ির কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের পাঠদানেও বিঘ্ন ঘটছে। থাকায় বিক্রয় কার্যক্রম বাধ্যগ্রন্ত ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষতি হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে। দিনভর কাজ করে রাতে যখন বিশ্রামের প্রয়োজন, তখনও বিদ্যুৎ থাকে না। অনেকেই গরমে হাল ছেড়ে দিয়ে খোলা জায়গায় গামছা হাতে বসে থাকেন, কেউবা গভীর রাতে রাস্তায় স্বস্তির খোঁজে ঘোরাঘুরি করেন। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নবীগঞ্জ থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হলেও নিজেরাই বছরের পর বছর চরম লোডশেডিংয়ের শিকার। একে নবীগঞ্জবাসী ‘বাতির নিচে অন্ধকার’ বলেও অভিহিত করেছেন।

পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে ‘খামখেয়ালিপনার’ অভিযোগ তুলে তারা বলেন, সেবার কথা বললেও বাস্তবে কোনো উন্নতি নেই। পরিস্থিতির উন্নতি না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের একটাই দাবি- আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাই, আশ্বাস নয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com