বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল থানা পুলিশের অভিযানে ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
( ১১ মার্চ) মঙ্গলবার বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানার একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন আসামি ও পূর্বের নিয়মিত মামলা এজাহার নামীয় ১ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ১ জন আসামি সহ মোট ৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বাহুবল মডেল থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) মামলায় আসামি উপজেলার হরিতলা গ্রামের রুসুন মিয়ার পুত্র ফেরদাউস মিয়া (৩০), নিয়মিত মামলায় এজাহারভুক্ত আসামি চারঁগাও গ্রামের মৃত আকবর আলীর পুত্র রাসেল মিয়া (৩০), সিআর-৫০/০৫(বন) এর পরোয়ানাভুক্ত আসামি আকিত উল্ল্যাহ পুত্র আঃ মতিন (২৮)।
এবিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার এর নির্দেশনানুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও মাদক নির্মূলে বাহুবল মডেল থানা বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে।
তারই ধারাবাহিকতায় বাহুবল মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৪০(চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় তিন জনকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply