নবীগঞ্জ প্রতিনিধি।। নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে পানিতে ডুবে মরিয়ম বেগম (০২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুল হাসিম ও শিবলী বেগমের একমাত্র কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুরে মরিয়মকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply