Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা

Main Menu

  • হোম পেজ
  • সারা বাংলাদেশ
  • সিলেট বিভাগ
  • মৌলভীবাজার জেলা
  • সুনামগঞ্জ জেলা
  • হবিগঞ্জ জেলা
  • আইন আদালত
  • মতামত
  • খেলাধুলা
  • আমাদের পরিবার
  • Copyright Policy
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Contact Us
  • About Us

Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা

Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা

  • হোম পেজ
  • সারা বাংলাদেশ
  • সিলেট বিভাগ
  • মৌলভীবাজার জেলা
  • সুনামগঞ্জ জেলা
  • হবিগঞ্জ জেলা
  • আইন আদালত
  • মতামত
  • খেলাধুলা
  • আমাদের পরিবার
  • Copyright Policy
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
-লিড নিউজমৌলভীবাজার জেলা
Home›-লিড নিউজ›অনাবৃষ্টি ও তী*ব্র খরায় মৌলভীবাজারে চা উৎপাদন ব্যা*হতের আ শ ঙ্কা

অনাবৃষ্টি ও তী*ব্র খরায় মৌলভীবাজারে চা উৎপাদন ব্যা*হতের আ শ ঙ্কা

By ইকবাল তালুকদার
April 7, 2025
68
0
Share:

মৌলভীবাজার প্রতিনিধি।। অনাবৃষ্টি আর চৈত্রের তীব্র খরায় মৌলভীবাজারের চা বাগানগুলোতে গাছে আসছে না নতুন কুঁড়ি। খরার প্রভাবে বাগান গুলোতে চায়ের উৎপাদনে ভাটা পড়েছে। পর্যাপ্ত পানির অভাবে গাছগুলো বিবর্ণ হয়ে পাতা পুড়ে যাচ্ছে। এতে বিপাকে পড়েছেন চা চাষিরা। এমন অবস্থায় চা উৎপাদন লক্ষমাত্রা পূরণ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বাগান মালিকরা।

এছাড়াও তাপপ্রবাহের কারণে লাল মাকড়ের আক্রমণসহ নানা প্রকার পোকামাকড়ের উপদ্রব বেড়েছে বাগানগুলোতে। বেশিরভাগ চাষিই চা-বাগান নিয়ে পড়েছেন চরম বিপাকে।

 

সরেজমিনে দেখা গেছে, বেশিরভাগ চা-বাগানে আসছে না নতুন কুঁড়ি। কোনও কোন চা-বাগানের গাছ জ্বলে ফ্যাশে হয়ে আছে।

https://10ms.io/PvfHZu https://10ms.io/tvfH2v

দিনরাত বাগানে পানি ছিটিয়েও কাজ হচ্ছে না। চাষিরা বলছেন, চা-বাগানে প্রতি বছর দুবার সার প্রয়োগ করতে হয়। এ ছাড়া খরার মৌসুমে ১৫ দিন পর পর পানি সেচ দিতে হয়। সেই সঙ্গে বছরে সর্বনিম্ন ছয়বার কীটনাশক ছিটাতে হয়। তবে পোকামাকড়ের আক্রমণ অনুযায়ী এটি কমবেশি হতে পারে। টাকার অভাবে চা-বাগানের পেছনে নিয়মিত বিনিয়োগ ও পরিচর্যা করতে না পারায় এবার চা-গাছে লাল মাকড়ের আক্রমণসহ নানা প্রকার পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। চায়ের স্বাভাবিক বৃদ্ধি ফিরিয়ে আনতে সেচের পাশাপাশি প্রতি চারাগাছের মধ্যে মাটি গর্ত করে পচা গোবরের সঙ্গে কিছু টিএসপি মিশিয়ে আবার মাটিতে মিলিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন চা-বিশেষজ্ঞরা।

খোঁজ নিয়ে জানা যায়, জেলায় ৯৩টি চা-বাগান রয়েছে। এর মধ্যে অনেক চায়ের টিলা শুকিয়ে গেছে। তাপদাহ আর অনাবৃষ্টির কারণে আসছে না নতুন কুঁড়ি। আসছে না নতুন পাতাও। খরায় নতুন সৃজিত চায়ের ৪০ শতাংশ চারাগাছ ও ১০ শতাংশ পুরাতন চায়ের গাছ পুড়ে গেছে। চা-বাগান কর্তৃপক্ষ কিছু কিছু টিলায় নিয়মিত সেচ দিয়ে এই বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। তাতেও কাজ হচ্ছে না।

https://10ms.io/NvfH75

চা শ্রমিকরা জানিয়েছেন, অনাবৃষ্টির কারণে চা-বাগানের নতুন গজানো গাছের পাতা রোদে পুড়ে যাচ্ছে। এর মধ্যে পোকামাকড় ও ফড়িংয়ের আক্রমণের শিকার হচ্ছে। শীত মৌসুমে বাগানগুলোর পুরাতন গাছ উপড়ে ফেলে সেখানে নতুন করে চারাগাছ লাগানো হয়। আগাছা ছেঁটে দেওয়া হয়। এরপর সেচ দেওয়া হয়।

 

ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মাধবপুর চা-বাগানের ব্যবস্থাপক দিপন কুমার সিংহ বলেন, এখন চা-পাতা তোলার মৌসুম। কিন্তু যে হারে পাতা চয়ন করার কথা, সেভাবে হচ্ছে না। প্রখর রোদের কারণে গাছগুলো মারা যাচ্ছে। যদি বৃষ্টি হয় তাহলে স্বাভাবিক হবে গাছগুলো।

 

চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চা-গাছ রক্ষায় উদ্যোগ নিয়েও পানির অভাবে সেচ দেওয়া যাচ্ছে না। এমনিতেই চা রফতানি আগের তুলনায় কমেছে। এরপর যদি উৎপাদন কম হয়, তাহলে তার মারাত্মক প্রভাব পড়বে।

 

বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বলেন, বৃষ্টি না হওয়ায় এখন কোনও উৎপাদন নেই বললেই চলে। তবে দু-একটি বাগানে পাতা চয়ন শুরু হয়েছে। বর্তমানে প্রতি কেজি চায়ের উৎপাদনে খরচ হয় ২২০ টাকা আর বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। কেজিতে ৪০ টাকা ঘাটতি দিয়ে চা-শিল্প কতদিন টিকে থাকবে, তা ভাবনার বিষয়।

https://10ms.io/wvduqd

ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) পাত্রখোলা চা-বাগানের ব্যবস্থাপক আকতার হোসেন বলেন, বৃষ্টি ও সহনীয় তাপমাত্রা চা উৎপাদনের মূল চালিকা শক্তি। বৃষ্টি না হওয়ায় আমরা কৃত্রিমভাবে পানির ব্যবস্থা করে চা-গাছে ছিটাচ্ছি। কিন্তু সব জায়গায় ইরিগেশন করা সম্ভব হচ্ছে না। চা-গাছের জন্য বৃষ্টি খুবই প্রয়োজন।

 

চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সিলেট অঞ্চলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী বলেন, চায়ের জন্য ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদর্শ। তবে সর্বোচ্চ ২৯ ডিগ্রি পর্যন্ত চা গাছ সহ্য করতে পারে। এর ওপরে গেলেই খরায় পুড়ে যাবে। পানির সংকট দেখা দিতেই নতুন কুঁড়ি আসা বন্ধ হয়ে গেছে। তবে বাগানে যথেষ্ট পরিমাণ ছায়া প্রদানকারী গাছ থাকলে ৩৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহনীয় থাকে। জেলায় এখন তাপমাত্রা ৩৪ ডিগ্রি আবার কখনও তা বেড়ে ৩৬ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে।

 

তিনি আরও বলেন, এবার মৌসুমের প্রথম দিক থেকেই বৃষ্টি হচ্ছে না। এই বৃষ্টি চা-গাছের জন্য খুবই উপকারী ছিল। বৃষ্টি না হওয়ায় ছাঁটাই করা গাছগুলোতে নতুন পাতা আসছে না। বড় বাগানে সেচ, টিউবওয়েল আছে। কিন্তু ছোট বাগানে এই ব্যবস্থা নেই। এখন বৃষ্টি না এলে বাগানের ক্ষতির শঙ্কা বেশি।

https://websites.co.in/refer/168184

ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: মহসিন মিয়া মধু বলেন, চায়ের উৎপাদন খরচ অব্যাহতভাবে বাড়ছে। যা বাগান মালিকদের জন্য অস্বস্তিকর। বৃষ্টি যদি না হয়, চা শিল্পের জন্য বিরাট ক্ষতির শঙ্কা রয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ মো: আনিসুর রহমান জানান, এই সময়ে চা অঞ্চলে ১৫ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। গত বছরের মার্চ মাসে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। অথচ চলতি বছরের মার্চে এসে মাত্র ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শুধু তাই নয়, গেলো পাঁচ মাসে এই অঞ্চলে কোনও বৃষ্টিপাত হয়নি।

Tagsঅনাবৃষ্টি ও তী*ব্র খরায় মৌলভীবাজারে চা উৎপাদন ব্যা*হতের আ শ ঙ্কা
Previous Article

নবীগঞ্জে মা’কে মারধর করে ঘর থেকে বের ...

Next Article

সীমানা নির্ধারণের প্রস্তাবে এখনও অনুমোদন পাইনি: আনোয়ারুল ...

0
Shares
  • 0
  • +
  • 0
  • 0
  • 0
  • 0

Related articles More from author

  • -লিড নিউজমৌলভীবাজার জেলা

    কমলগঞ্জে দ্রু তগ তি র মোটরসাইকেলের ধা ক্কা য় চা শ্রমিক নি হ ত

    April 1, 2025
    By ইকবাল তালুকদার
  • -লিড নিউজসিলেট বিভাগ

    সিলেটে অভিনব কায়দায় স্বর্ণ এনে আটক যাত্রী

    April 25, 2025
    By ইকবাল তালুকদার
  • -লিড নিউজরাজনীতিহবিগঞ্জ জেলা

    হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খান গ্রে প্তা র

    February 10, 2025
    By ইকবাল তালুকদার
  • -লিড নিউজহবিগঞ্জ জেলা

    নবীগঞ্জে তীব্র গরমেও বিদ্যুতের ভেলকিবাজি॥ অতিষ্ট জনজীবন

    May 27, 2025
    By ইকবাল তালুকদার
  • -লিড নিউজআন্তর্জাতিক

    ইসরায়েলে জরুরি অবস্থা জারি, নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

    June 13, 2025
    By ইকবাল তালুকদার
  • -লিড নিউজসারা বাংলাদেশ

    ৫ ঘণ্টা পর থামলো সী*মান্তের সংঘ র্ষ, দুঃখ প্রকাশ করল বি এস এফ

    January 18, 2025
    By ইকবাল তালুকদার

Leave a reply Cancel reply

  • মতামত

    নানান সমস্যার শিকার পল্লী অঞ্চলের মানুষ

  • -লিড নিউজআন্তর্জাতিকহবিগঞ্জ জেলা

    গার্নারকে হারিয়ে যুক্তরাজ্যে কাউন্সিলর হলেন নবীগঞ্জের ফয়ছল চৌধুরী 

  • জাতীয় সংবাদ

    পিলখানা হত্যাযজ্ঞের স্মৃতিচারণ ‘লাল শাড়ি পরে পিলখানায় ঢুকেছিলাম, বের হয়েছি বিধবা হয়ে