মাসুদ শিকদারঃ নবীগঞ্জ বাজার থেকে পার্শ্ববর্তী ৯ কিলোমিটার দূরে অবস্থিত কাজীগঞ্জ বাজার। এই রাস্তাটি হলো নবীগঞ্জ ও কাজীগঞ্জবাজার চলাচলের একমাত্র রাস্তা। অল্প বৃষ্টির পর পরই রাস্তায় জমে থাকা কাদার কারণে ৫ কিলোমিটার রাস্তা হয়ে উঠে চলাচলের জন্য ঝূকি পূর্ণ।সরজমিনে পর্যবেক্ষণ করলে জানা যায় – অনেক দিন যাবত রাস্তার পার্শ্ববর্তী জমিতে মাছ চাষা এর জন্য জমি গভীরভাবে খনন করা হচ্ছিল। এ সময় গাড়ি দিয়ে মাটি অন্যত্র নেওয়ার সময় সেই সব গাড়ি থেকে মাটি রাস্তায় পড়ে যায়,পরবর্তিতে বৃষ্টির কারণে রাস্তা কাঁদা যুক্ত ও পিচ্ছিল হয়ে যায়। এতে বেড়ে যায় দূর্ঘটনার আশংকা। স্থানীয় হরিপদ দাশ নামে একজন ব্যাক্তি জানান “প্রতি বছর মাটি কাটার পরে রাস্তায় জমে থাকা মাটির কারণে অনেক মানুষ দূর্ঘটনার শিকার হয়। জাকারিয়া নামে একজন মোটরসাইকেল আরোহী জানান: “এ রাস্তা আমাদের চলাচলের একমাত্র রাস্তা কিছু মানুষের ব্যাক্তিগত কারনে এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করা হাজারও মানুষের ভোগান্তির শিকার হতে হয়। সাকিব নামে একজন সি,এন,জি চালক জানান ‘ গত কাল আমি স্থানীয় বড় ভাকৈর থেকে নবীগঞ্জ হিরা মিয়া হাই স্কুলে পরিক্ষার্থীদের নিয়ে যাওয়ার পথে কাদার কারণে গাড়ির চাকা মাটি যুক্ত থাকার কারণে ব্রেক করলেও প্রায় ১ হাত দূর গিয়ে কাজ করছিল। সেই দিন অল্পের জন্য আমরা দূর্ঘটনা থেকে রক্ষা পাই। ‘ সুধীমহল এর মতে মাটি কাটার পরে রাস্তায় জমে থাকা মাটির সাথে সাথে অপসরণ করা জরুরী।এর ফলে কমে যাবে দূর্ঘটনার সম্ভবনা। যদি নিজ থেকে তারা অপসারণ করে না তা হলে তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যাবস্থা নেওয়ার জোরদার দাবি জানাচ্ছি।
Leave a Reply