1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

টি-টোয়েন্টিতে টাইগারদের নতুন অধিনায়ক লিটন

  • আপডেটের সময়: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪২ ভিউ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের বৈশ্বিক আসর সামনে রেখে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে লিটন কুমার দাসের হাতে। আর তার অধিনায়কত্বেই শুরু হচ্ছে টাইগারদের নতুন পথচলা—আরব আমিরাত ও পাকিস্তান সফর দিয়ে। রোববার (০৪ মে) আনুষ্ঠানিকভাবে এই দুই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

 

গত ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়ে সফল হয়েছিলেন লিটন দাস। সেই ধারাবাহিকতায় এবার তাকে পূর্ণ মেয়াদে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে বোর্ড। আর সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শেখ মেহেদী হাসানকে, তবে আপাতত শুধু এই দুটি সিরিজের জন্যই। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, সহ-অধিনায়ক হিসেবে কয়েকজনকে পর্যায়ক্রমে দেখা হবে, এরপর স্থায়ী একজনকে নির্ধারণ করা হবে।

চোট কাটিয়ে দলে ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে মেডিকেল ছাড়পত্র না পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম সাকিবের সঙ্গে মিলে গঠিত হয়েছে পেস বোলিং ইউনিট।

 

দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টিতে বাজে ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তর দলে থাকা নিয়েও ছিল প্রশ্ন। শেষ ১৮ ইনিংসে একটিও ফিফটি নেই, স্ট্রাইক রেট নেমে এসেছে ১১০-এর নিচে। তারপরও তার প্রতি আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তবে ব্যাটিং লাইনআপে প্রতিযোগিতা যে বেড়েছে, তা স্পষ্ট। একাদশে জায়গা ধরে রাখা হবে চ্যালেঞ্জিং।

১৭ ও ১৯ মে শারজাহতে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে পাঁচ ম্যাচের সিরিজ হবে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত—দুইটি ফয়সালাবাদে, তিনটি রাওয়ালপিন্ডিতে।

ঘোষিত স্কোয়াড (বাংলাদেশ)

লিটন দাস(অধিনায়ক), মেহেদী হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com