ইউরোপা লিগের দ্বিতীয় লেগে অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে ৭-১ গোলে এগিয়ে থেকে শিরোপার আরও কাছে রেড ডেভিলস। প্রথম লেগে ৩-০ তে পিছিয়ে থেকে ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলো বিলবাও। ৩১ মিনিটে মিকেল জাউরেগিজারের গোলে লিড নেয় বিলবাও। সেই লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।
৭২ মিনিটে ম্যাসন মাউন্টের গোলে সমতায় ফেরে ইউনাইটেড। ৭৯ মিনিটে কাসেমিরোর গোলে লিড নেয় ম্যান ইউ। ৮৫ মিনিটে ব্যবধান ৩-১ করেন রাসমুস হয়লান্ড। অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের জালে আবারও বল জড়ান ম্যাসন মাউন্ট। তাতেই ৪-১ এর সহজ জয়ে ফাইনালে পা দেয় রুবেন আমোরিমের দল।
Leave a Reply