ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যুমনার সামনে অবস্থান করছে ছাত্র-জনতা।দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষে যমুনার সামনে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তৈরি হচ্ছে মঞ্চ। আজ শুক্রবার (৯ মে) সকালে থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। পুরোদমে সেই কাজ চলছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চারটি ট্রাক পাশাপাশি দাঁড় করিয়ে দ্রুত মঞ্চ বানানো হচ্ছেএর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে শুরু হওয়া কর্মসূচি রাত পেরিয়ে সকাল পর্যন্ত চলছে।আওয়ামী লীগকে নিষিদ্ধের সরকারি ঘোষণা আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসার আহ্বান জানান এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম।এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হবে না। তাদের আন্দোলন চলবে, প্রয়োজনে আবার রক্ত দেওয়া হবে।
শুক্রবার ভোর থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতা যমুনার সামনে আসছেন। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হচ্ছে এলাকাটি। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য মেলেনি।।
Leave a Reply