নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার এম এ বাছিতের পিতা শতবর্ষী প্রবীণ এলাকার বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব মো: লাল মিয়া তালুকদার ইন্তেকাল করেছেন।শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারটায় কুর্শি ইউনিয়নের এনাদবাদ গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মরহুমের জানাযার নামাজ গতকাল দুপুর ২ ঘটিকায় এনতাবাদ ধনাই বাড়ি কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসুল্লীয়ান অংশ গ্রহণ করেন। জানাযার নামাজের পূর্বে মরহুমের স্বৃতিচারণ ও মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্যদেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া,নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জবপৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, কুর্শী ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ছনি আহমদ চৌধুরী।উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম,সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,বাসদ নেতা চৌধুরী ফয়সাল শুয়েব, নবীগঞ্জ পৌর বিএনপি নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, আব্দুল আলীম ইয়াছিনী, তৌহিদুল ইসলাম চৌধুরী দৈনিক হবিগঞ্জ সময়ের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক সেলিম তালুকদা,নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মুরাদ আহমদ,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মজিদুর রহমান মজিদ,,হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য শেখ শফিকুজ্জামান শিপন,উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ছোহেল আহমদ চৌধুরী রিপন,শিক্ষক নেতা নাসিম চৌধুরী,বিএনপি নেতা এডভোকেট শাহেদ তালুকদার,সাংবাদিক শাহ সুলতান,অলিউর রহমান,শওকত আহমেদ,ইকবাল হোসেন তালুকদার ,ইউনিয়ন বিএনপির সভাপতি ডা: মতিউর রহমান জামাল,সাংবাদিক তাজুল ইসলাম,সংবাদপত্র এজেন্ট মুশাহিদ আলী প্রমূখ। জানাযা শেষে মরহুমের পিতা নছিব উল্যা তালুকদার ও বড় ছেলে রফু তালুকদারে পাশে তাকে সমাহিত করা হয়। মৃত্যকালে তার বয়স ছিল ১০১ বছর। তিনি স্ত্রী,পুত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক,রাজনীতিবিদ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply