গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে প্রাণ হারিয়েছেন র্যাব কনস্টেবল আবু বক্কর সিদ্দিক।রোববার (১১ মে) রাতে দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফিরছিলেন আরেক সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে। আচমকাই ঝড়ো বাতাসে একটি গাছের মোটা ডাল ভেঙে পড়ে তাদের ওপর। আবু বক্কর গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবু বক্কর ছিলেন র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের দায়িত্বশীল সদস্য। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে একটি গাছের ডাল ভেঙে পড়ে র্যাব সদস্যের মৃত্যু হয়েছে।
Leave a Reply