1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ১৪ মে ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

বিদেশি কোচে খুশি নয় ব্রাজিলের প্রেসিডেন্ট, দেশেই ছিল যোগ্য কোচ

  • আপডেটের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪ ভিউ

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ ৬০ বছরের মধ্যে প্রথমবার ব্রাজিলের ফুটবলে এমন কাণ্ড ঘটল। একের পর এক ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত বিদেশি কোচের শরণাপন্ন হয়েছে বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে সফল দল। পাঁচবারের চ্যাম্পিয়নরা স্বদেশি কোচে আর আস্থা রাখতে পারেনি। ক্লাব ফুটবলের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির কাঁধে সেলেসাওদের হেক্সা মিশনের ভার তুলে দিয়ে হাফ ছেড়ে বেঁচেছেন ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কর্তারা। সেলেসাও সমর্থকদের বড় একটা অংশ কিংবদন্তি কোচকে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেও অনেকেই আবার নারাজ ঐতিহ্য ভেঙে বিদেশি কোচ আনায়।কার্লো আনচেলত্তির হাতে জাতীয় দলের দায়িত্বভার তুলে দেয়ায় খুব একটা খুশি হতে পারছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দু সিলভা। ইতালির কিংবদন্তি কোচের কৌশল নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও ব্রাজিলের নিজেরই যোগ্য কোচ আছে বলে মন্তব্য করেছেন তিনি। গত সোমবার (১২ মে) রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে নাম ঘোষণা করে সিবিএফ। ১৯৬৫ সালের পর এই প্রথম ব্রাজিল কোনো বিদেশি কোচকে তাদের জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিল। চীনে সফররত প্রেসিডেন্ট লুলা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘সত্যি বলতে, বিদেশি হওয়ার কারণে তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই…আমার ভাবনা হচ্ছে ব্রাজিলে আমাদের এমন কোচ আছে যারা সেলেসাওদের নেতৃত্ব দিতে সক্ষসাফল্য বুভুক্ষু ব্রাজিল ক্লাব ফুটবলের সেরা সেরা তারকা উৎপাদন করলেও তাদের জাতীয় দল দীর্ঘদিন থেকেই ধুঁকছে। দেশি কোচদের কৌশল প্রায়ই প্রশ্নের মুখে পড়াউ বিদেশি কোচের দাবি জোরাল হচ্ছিল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর থেকেই ভালো বিদেশি কোচ খুঁজছিল ব্রাজিল। যার প্রেক্ষিতে ২০২৩ সালেই আনচেলত্তিকে কোচ করে আনার চেষ্টা করেছিল দেশটির ফুটবল ফেডারশন। সে সময়ও অবশ্য লুলা এই সিদ্ধান্তের বিরুদ্ধেই অবস্থান নিয়েছিলেন।

সে সময় ব্রাজিলের প্রেসিডেন্ট বলেছিলেন, ‘সে (আনচেলত্তি) কখনোই ইতালি জাতীয় দলের কোচ ছিলেন না…সে কেন ইতালির সমস্যার সমাধান করছে না, যারা এমনকি ২০২২ এর বিশ্বকাপেও কোয়ালিফাই করতে পারেনি? ‘তবে এসব সমালোচনার পরও লুলা এই ইতালিয়ানকে ‘অসাধারণ কোচ’ হিসেবেই আখ্যা দিয়েছেন এবং তাকে নিয়ে আশাবাদী, ‘সে ব্রাজিল দলকে সাহায্য করতে পারবে, প্রথমে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে এবং এরপর সম্ভব হলে জিততে হবে।’ব্রাজিল এই মুহূর্তে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। জুনেই বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আনচেলত্তির কোচ হিসেবে ব্রাজিলের ডাগআউটে অভিষেক হবে।ম।’

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com