সেলিম মাহবুব,ছাতকঃ ছাতকে সোনালী চেলা বালু-পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামে নতুন নাম করন করে একটি সমিতির যাত্রা শুরু করা হলো। নদী পথে নিরাপদে ব্যবসা বানিজ্য করতে সকল ব্যবসায়ী ও সংগঠনের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্যাতন ও হয়রানির শিকার ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এ সমিতির কার্যক্রম শুরু করা হয়েছে। এ সংগঠনের প্রথম ও সাধারণ সভা উপজেলার ইসলামপুর ইউনিয়নের মাদ্রাসা বাজারে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি ব্যবসায়ী সুন্দর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হামজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সহ-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ আবুল হোসেন ইনু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা হাজী বদরুল আমিন,উপদেষ্টা ও ইউপি সদস্য কামাল হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ শরিফ উদ্দিন, খেলাফত মজলিস নেতা আব্দুল হামিদ প্রমূখ। সভার শুরুতে কার্যকরি কমিটির ৬ সদস্য সহ মোট ২১ সদস্য বিশিষ্ট সংগঠনের একটি সাধারণ কমিটি ঘোষণা করেছেন সমিতির সভাপতি মোহাম্মদ সুন্দর আলী। সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন ইনু।
Leave a Reply