স্টাফ রিপোর্টার:: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেলগেট এলাকা থেকে ৭০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
(২৩ মে) শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডুরা ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলগেটের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৭০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মো. রাসেল (২৬) ও মো. বাবু হোসেন (২৫)। তাদের কাছ থেকে একটি ট্রাক জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জব্দকৃত আলামতসহ শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply