সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শিশুদের জুতা চুরিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ওয়াহিদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওয়াহিদ আলী ওই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব ও নিহত ওয়াহিদ আলীর নাতি ইকবাল বাড়ির পাশের একটি পুকুর ঘাটে যান। সেখানে হাবিবের জুতা চুরি হয়ে গেলে ইকবালের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে উভয় পরিবারের সদস্যদের মধ্যে ফের বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান ওয়াহিদ আলী। আহত হন নারীসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। কিন্তু এর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply