মাধবপুর প্রতিনিধি::হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা সহ নয়ন মন্ডল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (২৪ মে) নোয়াহাটিতে চেকপোস্ট পরিচালনাকালে নয়ন মন্ডলের কাঁধে ঝুলানো ব্যাগ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করেন।
নয়ন মন্ডল গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার প্রদীপ মন্ডলের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘গ্রেফতার নযন মন্ডলের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।’মাদকের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে ওসি আরো জানান, সাম্প্রতিক সময়ে মাদক উদ্ধারে পুলিশ আগের যেকোনো সময়ের চেয়ে বেশী সফলতা পাচ্ছে।এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।
Leave a Reply