1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ২৮ লাখ টাকার চোরাইপণ্য সহ আটক-২ ​​​​​​​

  • আপডেটের সময়: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৫২ ভিউ

স্টাফ রিপোর্টার::মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় হাইওয়ে পুলিশের অভিযানে একটি ট্রাকভর্তি বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে জিরা, রেডবুল ও ফুসকা। অভিযানে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ১০টার দিকে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান চালায় হাইওয়ে থানা পুলিশ।

আটক দুজন হলেন—ট্রাকচালক রতন আলী (২৩) ও হেলপার আরিফুল ইসলাম (৩০)। দুজনেরই বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলায়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা অভিমুখে যাওয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-৮৪৪৪) থামিয়ে তল্লাশি চালায় টহল পুলিশ। চালক সুনামগঞ্জের বড়ছড়া শুল্ক স্টেশনের গুদামঘরের ইনচার্জের স্বাক্ষরিত একটি নিলাম চালান দেখান। যাচাইয়ে চালানটি ভুয়া প্রমাণিত হলে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়।

পরে হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের সহকারী পুলিশ সুপার মির্জা সাইজ উদ্দিন, শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ানসহ কর্মকর্তারা উপস্থিতিতে ত্রিপল খুলে দেখা হয়, ট্রাকে রয়েছে ১২৫ বস্তা জিরা (৩৭৫০ কেজি), ১০ বস্তায় ৫২০ প্যাকেট ফুসকা এবং ৩০ কার্টুনে ৪৩২০ পিস ভারতীয় রেডবুল। পণ্যের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ২৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা।

অভিযানে হাইওয়ে পুলিশের সার্জেন্ট সম্রাট হোসেন, শিশির চন্দ্র দাশ, এসআই সৈয়দ ইমরুল সাহেদসহ আরও অনেকে অংশ নেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান বলেন, ‘চোরাই পথে আনা পণ্যসহ ট্রাক জব্দ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com