সেলিম মাহবুব,ছাতক::ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পূর্ণ হয়েছে।
(২৫ মে) রোববার বিকেলে ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপ-পরিচালক মোঃ উমর ফারুক।সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মোঃ তৌফিক হোসেন খান।
সমাপনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ চৌধুরী, মোঃ আলাউদ্দিন, বিদ্যুৎ তালুকদার, মাহবুবুল আলম শুভ, মোঃ এনামুল ইসলাম পারভেজ, সুহেব মাহমুদ, মোছাঃ ফাতেহা বেগম, মোঃ জসিম উদ্দিন দুর্জয়, শুভাশিষ শেখর দাস, মিল্লাত হোসেন, জহিরুল ইসলাম, চন্দন কুমার চৌধুরী, পিংকু সরকার, নারায়ণ বিশ্বাস, মোছাঃ হাজেরা বেগম, ঝুটন তালুকদার, মোজাম্মেল ভূইয়া, আশরাফুল আলম, বরকত উল্লাহ, সাদেক আহমেদ, লয়েছ উদ্দিন, মোছাঃ আয়শা আক্তার, মোছাঃ ফাতেমা তুজ জোহরা, মাশরুফ আহমদ, কৃষক আলী আহমদ সহ কৃষক/কৃষাণী এবং নার্সারির কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুহরাব হোসেন। অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
Leave a Reply