গাজার কাছেই গ্রেটার ত্রাণবাহী জাহাজ, ইসরায়েলের বাধা

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ‘ম্যাডলিন’ জাহাজটি আগামীকাল সোমবারের মধ্যে গাজার উপকূলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলি অবরোধে থাকা গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে আসছে ছোট এই জাহাজটি।
আরও পড়ুনঃ আজ রাতে নেশনস লিগের ফাইনালে মুখোমুখি পর্তুগাল–স্পেন
এই জাহাজে আসছেন ১২ জন অধিকারকর্মী। যারমধ্যে রয়েছেন পরিবেশবাদী গ্রেটা থুনবার্গও। তারা ভূমধ্যসাগর দিয়ে ইতিমধ্যে মিসরের কাছে পৌঁছে গেছেন। এখন আসছেন গাজার দিকে। তবে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ রোববার (৮ জুন) জাহাজটি আটকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদামাধ্যম আলজাজিরা। ইসরায়েল কাৎজ জানিয়েছেন, গাজা উপকূলে জাহাজটিকে ভিড়তে দেওয়া হবে না। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি সেনাদের ম্যাডলিন ফ্লোটিলাকে গাজায় পৌঁছতে না দিতে নির্দেশ দিয়েছি। ইহুদিবিদ্বেষী গ্রেটা থুনবার্গ ও তার সহযোগীদের, যারা হামাসের মুখপাত্র, তাদের স্পষ্ট করে বলছি- ফিরে যান কারণ আপনারা গাজায় পৌঁছাম্যাডলিনে এক টন ওষুধ সামগ্রী রয়েছে। এছাড়া আছে অন্যান্য কিছু পণ্য। তাদের এই যাত্রাটি মূলত প্রতীকি। গাজায় দখলদার ইসরায়েল যে অবরোধ আরোপ করে রেখেছে তারা সেটি ভাঙার চেষ্টা করছেন। তাদের ভাষ্য, তারা যদি গাজায় পৌঁছান তাহলে অন্যরা তাদের দেখাদেখি গাজায় ত্রাণ নিয়ে আসবে।
আলজাজিরা এই ম্যাডলিন জাহাজটি আসার বিষয়টি সরাসরি সম্প্রচার করছে। যা গাজার মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অনেকেই জাহাজটি দেখার জন্য উপকূলে জড়ো হয়েছেন। এছাড়া আলজাজিরার সরাসরি সম্প্রচারেও নজর রাখছেন তারা।বেন না।’