নবীগঞ্জে সম্পত্তি উদ্ধারের জন্য ইউএনও বরাবর অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে মায়ের ফরাইযের সম্পত্তি উদ্ধারের জন্য পত্রিকা জগতের উজ্জ্বল নক্ষত্র সিনিয়ার সেল্সম্যান মো : জামাল উদ্দিন এর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের মৃত আছির উল্লার পুত্র মো: জামাল উদ্দিন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, আমার নানা মৃত্যু বরন করার পরপর সন্তান য়ারা ছিল তারা সবার অংশের সম্পত্তি আমার আম্মার অংশ মোতাবেক। অনুযায়ী ১২, শতাংশ পাবেন। হক দাবিদার কিন্তু বর্তমানে উক্ত সাবেক ২৪৮, ও বর্তমান ২৭৯ দাগের সর্ব মোট সম্পতি ও নোয়াপাড়া গ্রামের মৃত আশাদ উল্লার পুত্র মো: আব্দুল মতিন, আব্দুল খালিক, ও আজিজুন নেছা, বর্তমানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রুপসপুর গ্রামে বসবাস করছেন। উল্লেখিত প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ আমার মা মৃত গুল বিবির অংশের জায়গা জোর পূর্বক দখল করে আছে। এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।