কমলগঞ্জ প্রতিনিধি।। মণিপুরীদের ঐতিহ্যবাহী দিবা রাস লীলা অনুষ্ঠিত হলো মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। রাস উৎসব উপলক্ষে আয়োজন করা হয় রাসনৃত্যের। রাসনৃত্যে মনিপুরী সাংস্কৃতি ও ঐতিহ্যের এক অপূর্ব শৈল্পিক সৃষ্টি ফুটিয়ে তোলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। আজ শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি ) তুমুল হৈচৈ, আনন্দ-উৎসাহে ঢাক-ঢোল, খোল-করতালের বাদ্য বাজনার মধ্য দিয়ে অনুষ্টিত হয় ঐতিহ্যবাহী দিবা রাস লীলা। দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর মধ্য পল্লীতে শ্রী লক্ষ্মীমোহন সিংহের আয়োজনে মণিপুরীদের ঐতিহ্যবাহী দিবা রাস লীলা অনুষ্ঠিত হয়।
উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামের শ্রী লক্ষ্মীমোহন সিংহের পারিবারিক আয়োজনে ঐতিহ্যবাহী দিবা রাস লীলা অনুষ্ঠিত হলো। সেই ধারাবাহিকতায় উদযাপিত হয়ে আসছে এই রাস উৎসব। রাসনৃত্যে গোপিনীদের সাথে কৃষ্ণের মধুরলীলার কথা, গানে ও সুরে ফুটিয়ে তুলেন শিল্পীরা।
দিবা রাস লীলায় মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় ১ হাজার লোকজন মেতে উঠেন এ আনন্দ উৎসবে। দিনব্যাপী আনন্দের পরশ পেতে আসা নারী-পুরুষ, শিশু-কিশোর, কবি-সাহিত্যিক, সাংবাদিকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে তিলকপুর মধ্য পল্লী।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply