এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ।। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) বিকাল তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে মিলিত হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডলের সঞ্জালনায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও নিবিড় রঞ্জন তালুকদার বলেন,’দায়িত্বশীলতা ও ইতিবাচকতার সাথে কাজ করে ভূমি অটোমেশনকে সার্থক করে তুলতে হবে । সেবাগ্রহীতাদের সন্তুষ্টি অর্জন করতে হবে। সেবাগ্রহীতাদের সন্তুষ্টিই একজন পাবলিক সার্ভেন্টের শ্রেষ্ঠ পুরস্কার ও অর্জন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও উপজেলার বিভিন্ন এলাকার সেবাগ্রহীতাবৃন্দ প্রমুখ।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply