হবিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
(৮ এপ্রিল) মঙ্গলবার রাত ২টায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হান্নান এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি উৎসব মাঠে অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেকুল আমান শাহ (২৯)কে গ্রেফতার করেন।
সে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াসনগর গ্রামের এম এ আজাদ (আহাদ) এর পুত্র।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।