স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জিল্লুর রহমান নামে এক দোকানদারকে রাতে ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। জিল্লুর রহমান ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। খবর পেয়ে রাতেই কাশিমনগর ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করেছে। এসময় পুলিশ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে থাকা ঘাতক জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, রবিবার (২৫ মে) রাত ২টার সময় একই গ্রামের প্রতিবেশী ইদ্রিছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে জিল্লুর রহমানকে ঘুম থেকে ডেকে তুলে। একপর্যায়ে জিল্লুরকে কোপাতে শুরু করে জাহাঙ্গীর। উপর্যুপরি কোপে ঘটনাস্থলেই মারা যান জিল্লুর। একটি সূত্র জানায়, জাহাঙ্গীর জিল্লুরের চাচাত ভাই। কিছুদিন আগে জাহাঙ্গীরের নামে একটি মামলায় আদালতে স্বাক্ষ্য দেয় জিল্লুর রহমান। এরপর থেকেই জিল্লুর রহমানের উপর ক্ষিপ্ত ছিল জাহাঙ্গীর।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধার ও ঘাতক জাহাঙ্গীরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Leave a Reply