সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে বজ্রপাতে মানিক মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত মানিক মিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাগনার হাওরে ধান কাটায় ব্যস্ত ছিলেন মানিক মিয়াসহ একদল কৃষক।(১ মে) বৃহস্পতিবার দুপুরে আকস্মিক বজ্রপাতে মানিক মিয়া গুরুতর আহত হয়। পরে হাওরের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply