শ্রীমঙ্গলে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সম্মাননা স্মারক প্রদান

মো: রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বিশেষ অবদান রাখায় আহত যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
(১৪ মে) বুধবার রাতে শহরের শালিক রেস্টুরেন্টের হল রুমে শ্রীমঙ্গল পৌর যুবদলের আয়োজনে এ সন্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর যুবদল নেতা আব্দুল কাদির জিলানী।এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌর যুবদল নেতা মনির হোসেন, মনির সিরাজী, সাজ্জাদুর রহমান নৌশাদ, তাইজুল খান, সুমন আহমেদ, রুবেল, উপজেলা সেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল খালিক তালুকদার, উপজেলা সংগ্রামী দলের সাংগঠনিক সম্পাদক সোলেমান বাদশা, উপজেলা ছাত্রদল নেতা আল-আমিন, উপজেলা পৌর জাসাসের আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব জায়েদ আলী প্রমুখ।