সিলেটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:: সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে আরমান হোসেন (৪) নামের এক শিশুর প্রাণ গেছে। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের নূর উদ্দিনের পুত্র।
বুধবার (৪ জুন) দুপুর ২টার দিকে ভাটিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মায়ের সামনেই বাড়ির উঠানে খেলাধুলা কর ছিলো শিশু আরমান। আর শিশু পুত্র আরমানকে খেলায় রেখেই রান্নাঘরে চলে যান মা তাহমিনা বেগম। রান্না ঘরের কাজ শেষ করে ফের উঠানে এসে তাহমিনা বেগম দেখতে পান আরমান সেখানে নেই। শুরু হয় শিশু আরমানের খোঁজ করা। আশপাশের সম্ভাব্য সব জায়গা খোঁজ করে শেষে এক পর্যায়ে তাদের প্রতিবেশীর বাড়ির পুকুরে আরমানকে ভাসমান অবস্থায় তিনি (তাহমিনা) দেখতে পান। দ্রুত পুকুর থেকে আরমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হয়। সেসময় সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আরমানকে মৃত বলে ঘোষণা করেন।
পুকুরের পানিতে ডুবে শিশু আরমানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই অনিক বডুয়া বলেন, শিশু আরমানের নিথর দেহ আমরা পরখ করেছি। ডাক্তারের সাথেও কথা হয়েছে। পানিতে ডুবে শিশু আরমানের মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আর এ ঘটনায় কারোও উপর শিশুটির পরিবারের কোনো সন্দেহ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।