জৈন্তাপুরে ভারতীয় চিনি সহ আটক-৩

জৈন্তাপুর প্রতিনিধি::সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে ভারত থেকে চোরাইপথে আনা চিনি পাচারকালে তিনটি ইজিবাইক সহ মোট তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যাক্তিরা হলেন, উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘিলাতৈল গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র আলা উদ্দিন (২৫), একই গ্রামের মৃত আলি আহমেদের পুত্র শহিদ মিয়া(২৫) ও একই গ্রামের আলি আহমেদের পুত্র জাহাঙ্গীর আলম (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলা সদর এলকায় অভিযানে নামে পুলিশ।এদিন রাত দেড়টায় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স জৈন্তাপুর মডেল থানার সামনে চেকপোস্ট বসিয়ে তিনটি ইজিবাইক আটক করে।এ সময় আটক হওয়া ইজিবাইক হতে ৪ বস্তা করে মোট ১২ বস্তা ভারতীয় চিনি ও ৩টি ইজিবাইক জব্দ করে পুলিশ।পুলিশ জানায়, জব্দকৃত ইজিবাইক ও চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
তিনি জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক তিন আসামিকে শনিবার দুপুরে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।