জগন্নাথপুর প্রতিনিধি: সুবিধা বঞ্চিত মানুষের জন্য ভবিষ্যৎ গড়ে তুলতে ও শিক্ষা, দক্ষতার উন্নয়নের লক্ষ্য নিয়ে জগন্নাথপুর উপজেলার হলদিপুর-চিলাউড়া ইউনিয়নের ইসমাল চক গ্রামে এওআইসি ফাউন্ডেশনের উদ্যোগে এওআইসি ইসলামিক ইনস্টিটিউট প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
(১৫ ফেব্রুয়ারি) শনিবার দুপুর ১২ টায় ইসমাইল চক গ্রামে নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবক আক্কাস মিয়ার সভাপতিত্বে আলোচনা ও রেজাউল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এওআইসি ফাউন্ডেশনের বিস্তৃত দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন এওআইসি ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, হলদিপুর-চিলাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পঞ্চগ্রাম স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মুহিত, সাবেক মেম্বার ফারুক মিয়া, এওআইসির অর্থ সম্পাদক সুজন আহমেদ, সমাজ সেবক মাসুক মিয়া, ব্যবসায়ী শাহআলম, সমাজ সেবক রিয়াজ উদ্দিন রাজু, ইউপি সদস্য নুরুল মিয়া, তাজুল ইসলাম, তারেক আহমদ মিটু, ওলিউর রাহমান, জাহিদ হাসান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাওর এলাকায় আধুনিক ইসলামিক ইনস্টিটিউট নির্মাণ হলে গোটা উপজেলার মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠানের সুফল ভোগ করবেন, পিছিয়ে পড়া এলাকায় শিক্ষার উন্নয়নে ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য এওআইসি ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে এলাকাবাসীর পক্ষ ধন্যবাদ জানান।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও এওআইসি ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এওআইসি ইসলামিক ইনস্টিটিউট প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এওআইসি ইসলামিক ইনস্টিটিউট প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী আলোচনা সভায় কামাল উদ্দিন, শাখাওয়াত হোসেন, নিজাম উদ্দিন, ইকবাল হোসেন, মানিক মিয়া, আজিজুর রহমান, জাফর আলী, কবিরুল হক, আব্দুর রহিম, সাইফুল ইসলাম জাবেদ, তাজুল ইসলাম, জামাল উদ্দিন, রুহুল আমিন, আবুল কাশেম, তাজুদ আলী, মনোয়ার হোসেন মিরাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এওআইসি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply