এস কে কাওছার আহমেদ,আজমিরীগঞ্জ।। গলায় নিজেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কবিরাজ আব্দুল হাসিম। সে আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের বাসিন্দা। নিজের ইউনিয়ন থেকে দুই বছর আগে ১নং সদর ইউনিয়নে রনিয়া গ্রামে এসে বসবাস করেন তিনি।গলায় পরনের মাফলার পেছিয়ে ৮০ বছরের বৃদ্ধা আব্দুল হাসিম মিয়া আত্মহত্যা করেছেন বলে জানা গেছে ।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭ ঘটিকায় নিজ বসতঘরে তীরের সাথে মাফলার পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসেন। খোঁজ নিয়ে জানা যায়, বৃদ্ধ আব্দুল হাসিম মিয়া গ্রাম্য কবিরাজ ছিলেন।তিনি নানা রোগীকে নানা বিষয়ে কবিরাজি করতেন। দুই ছেলে ও তিন কন্যার জনক তিনি।
সকালে চা খেতে গ্রাম চায়ের দোকানে গিয়েছিলেন বলে জানান পরিবারের লোকজন। এসসময় তাঁর বৃদ্ধা স্ত্রী হাওরে যায় কাজের জন্য। খালি ঘর পেয়ে এই সুযোগে আব্দুল হাসিম মিয়া নিজ বসত ঘরের তীরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
https://websites.co.in/refer/168184
Leave a Reply