বানিয়াচং প্রতিনিধি:: বানিয়াচংয়ে সিএনজি চালিত অটো রিক্সা মালিক সমিতির সদস্যদের মাঝে টাকা বন্টন করা হয়েছে।
গত বুধবার (১২ মার্চ) রাত ১০ টায় বড়বাজারস্থ মালিক সমিতির কার্যালয়ে ১৬৫ জন মালিকের মধ্যে ৮লক্ষ্য ২৫ হাজার টাকা বন্টন করা হয়েছে।
জানা যায়, বন্টনকৃত টাকার উৎস সমিতিতে অন্তর্ভুক্ত হতে নির্ধারিত ফি জমা হতে প্রাপ্ত, স্টেন্ড ইজারা ও মালিকদের সঞ্চিত টাকা একত্রিত করে বার্ষিক/ছয় মাস অন্তর সঞ্চিত টাকা বন্টন করা হয়। সিএনজি মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার সুয়েম জানান আমি দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে ১৬৫ জন মালিকের মধ্যে জন প্রতি ৫ হাজার টাকা করে বন্ট করতে সক্ষম হয়েছি যা ইতিপূর্বে হইছে কিনা আমার জানা নেই। তিনি আরও বলেন, আমি যতদিন দায়িত্বে থাকবো সততা এবং নিষ্টার সাথে দায়িত্ব পালন করবো। এখানে দুর্নীতির আশ্রয় প্রশ্রয়ের কোন সুযোগ নেই এবং দেওয়া হবে না ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন , সিএনজি অটো রিক্সা মালিক সমিতির উপদেষ্টা বিএনপির সাবেক সভাপতি মুজিবুল হোসাইন মারুফ,সাবেক আহবায়ক ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, ১ নং ইউনিয়ন বিএনপির সভাপতি আনছার উদ্দিন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নন্দী পাড়া সাত মহল্লার সভাপতি আলহাজ্ব মোতাব্বির হোসেন খোকন, ছুফিউর রহমান সুফি,মোহাম্মদ মুসা মিয়া,সাংবাদিক ইমদাদুল হোসেন খান সহ মালিক সমিতির নেতৃবৃন্দ।এ সময় উৎসব মূখর পরিবেশে উল্লেখিত টাকা গুলো সমহারে বন্টন করা হয়।
Leave a Reply