মো: রবি উদ্দিন,শ্রীমঙ্গল প্রতিনিধি।। শ্রীমঙ্গলে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের হবিগঞ্জ সড়কে ঈদগাহ হতে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্ত্বরে গিয়ে শেষ হয়। র্যালীটিতে নেতৃত্ব দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ( হাজী মুজিব)।
পরে রেলওয়ে চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ( হাজী মুজিব)।
https://websites.co.in/refer/168184
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু,পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ,সদস্য মোছাব্বির আলী মুন্না,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু মিয়া,সদস্য সচিব টিটু আহমেদ,উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো.আমজাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.ফারুক মিয়া,উপজেলা ছাত্র দলের সভাপতি জালাল আহমেদ,পৌর ছাত্র দলের সভাপতি জহিরুল ইসলাম জাহিদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ ও সদস্য সচিব শিমুল আহমেদ তৈয়ব প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply