নবীগঞ্জ প্রতিনিধি॥ নবীগঞ্জ উপজেলা করগাও গ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রভাবশালী ইসহাক মিয়ার বাহিনীর হাতে হামলার শিকার হয়েছেন দুই’জন সংবাদকর্মী। তারা হলেন, দৈনিক বাংলাদেশ সমাচার এর বিশেষ প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ জননী পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি বাদল আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি সফিকুল ইসলাম নাহিদ।
সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামের প্রভাবশালী খতিব উল্যাহর পুত্র ইসহাক মিয়া, ছালাম মিয়া ও কটু মিয়ার ছেলে রোমান গংদের অত্যাচারে অতিষ্ঠ একই গ্রামের লতিব উল্যাহর ছেলে ফারুক মিয়া ও তার পরিবার।
https://10ms.io/OvfHB1 https://10ms.io/TvfH13
রবিবার (৪ মে) বিকাল ৩ ঘটিকায় নবীগঞ্জ জোনাল অফিসের পল্লী বিদ্যুতের লাইন ম্যান মিটার সংযোগ করতে যায় ফারুক মিয়ার বাড়িতে। এ সময় আব্দুস ছালাম গংরা পল্লী বিদ্যুতের লোকদের মিটার সংযোগ করতে বাধা’সহ ও হুমকি ধামকি দেন। এর প্রেক্ষিতে নিরীহ ফারুক মিয়া নবীগঞ্জ থানা পুলিশ’কে বিষয়টি অবগত করেন। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন পিপিএম দুইজন অফিসার কে বিষয় টি দেখার জন্য বলেন ও এএসআই সমন্ত এএসআই হিল্লোল তালুকদা’কে ঘটনাস্থলে পাঠান। খবর পেয়ে দু’জন সংবাদকর্মীও সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছুটে যান। এ সময় প্রভাবশালী ইসহাক মিয়া ও তার বাহিনী পুলিশের সামনেই সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায়। সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েন। পরে পুলিশ ও স্থানীয় লোকদের সহায়তায় সংবাদকর্মীরা প্রাণে রক্ষা পান। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন হামলার শিকার দুই সংবাদকর্মী।
হামলার ঘটনায় সুশীল সমাজের নেতৃবৃন্দ ক্ষোভ ও নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply