কমলগঞ্জ প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামে বাড়ির ভেতর থেকে এই মহিলার লাশ উদ্ধার করা হয়। কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের বেলাল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫) ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কমলগঞ্জ থানার এসআই অনিক দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল
Leave a Reply