জৈন্তাপুর প্রতিনিধি::“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভূমি মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
(২৫ মে) রোববার বেলা ১১টায় ভূমি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান হয়।
জৈন্তাপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
অনুষ্ঠানে ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী রুহুল আমিনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুম থেকে শুরু হয়ে ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে ভূমি অফিসে প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে সেবাগ্রহীতাদের জন্য সেবা ও পরামর্শ হেল্প ডেস্কের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা ফিতা কেটে হেল্প ডেস্কের উদ্বোধন করেন। হেল্প ডেস্ক থেকে মেলা চলাকালীন সময়ে সেবাগ্রহীতা ও জমির মালিকগণ ভূমি উন্নয়ন কর, নামজারী ও অন্যান্য ভূমি সেবাসমূহ গ্রহণ করতে পারবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুর রকিব, উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা অসিত বরণ দাস, শ্যামল সিংহ, বুরহান উদ্দিন, রাশেদুল হক ও ভূমি অফিসের নাজির বিপ্লব কুমার পাল। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমির মালিক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply