নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। এ অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় বিবিসির খবরে এ তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হচ্ছে। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে নতুন করে হামলা চালানোর কথা বলা হয়েছে। তবে নতুন করে এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।