স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে ঘাস কাটতে গিয়ে সৈয়দুল ইসলাম (২৪) নামের এক যুবক নির্মমভাবে খুন হয়েছেন।
(১৬ মে) শুক্রবার বিকেল ৫টার দিকে ফসলি জমি থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সৈয়দুল ইসলাম মেঘারকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সৈয়দুল শুক্রবার সকাল ১০টার দিকে ঘাস কাটার উদ্দেশ্যে রৌয়াইল গ্রামে যান। বিকেল পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা একটি ফসলি জমিতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের বাবা ইউনুস মিয়া বলেন, “আমার ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে।আমি এর সুষ্ঠু বিচার চাই।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।গলায় ধারালো অস্ত্রের কোপও পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি কাঁচি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply