মো: রবি উদ্দিন,শ্রীমঙ্গল প্রতিনিধি।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে রুখে দাড়ালে প্রশাসনের সহযোগিতা পান না বলে জানান তারা। বক্তরা বলেন, এই মাদক ব্যবসায়ীরা তাদের হুমকি দেয় ‘ওদের সাথে নেতা, লিডার, প্রশাসন আছে।’ মানববন্ধনে বক্তারা জানতে চান ‘কে সেই নেতা? কোন সেই প্রশাসন?’
রোববার দুপুরে শহরের চৌমুহনা চত্বরে শ্রীমঙ্গল এলাকাবাসী, শ্রীমঙ্গলের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ ও টিম ডায়নামিক এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এসব বলেন বক্তারা।
টিম ডায়নামিক প্রতিষ্ঠাতা ও কালিঘাট রোড স্পোর্টস একাডেমির উপদেষ্টা মো শাহিন আহমেদ এর সভাপতিত্বে ও ব্যবসায়ী আব্দুল মতিন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা এম এ রহিম নোমানী, বাংলাদেশ খেলাফত যুব মজলিশ মৌলভীবাজার জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশুকুর রহমান, বাইতুল আমান স্কুলের শিক্ষক রবিউল ইসলাম আলা-আমিন, কল্লোল বৈদ্য, রমজান আহমেদ, নাদির হোসেন, মনির হোসেন, বাবুল মিয়া, ইসমাইল হোসেন, সাদিকুর রহমান প্রমুখ। এর আগে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকসেবী তার পরিবার, ও প্রতিবেশীকে নষ্ট করে। শ্রীমঙ্গলবাসী জানে মাদক কোথা থেকে আসে, কারা নিয়ে আসে। কিন্তু প্রশাসন সব সময় নিরব থাকে। যখন সাধারণ মানুষ প্রতিবাদ করতে চায় তখন প্রশাসন সহযোগিতা করে না।
আমরা এই সমাবেশ থেকে প্রশাসনকে বলতে চাই আমরা সাধারণ মানুষ যখন মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের ধরবো আপনারা যদি আমাদের সহযোগিতা চাই। আপনারা যদি সহযোগিতা না করতে পারেন তাহলে শ্রীমঙ্গলের মাটিতে আপনাদেরও ঠাই নাই। প্রশাসনের কাজ অন্যায়কে প্রতিহত করা। কিন্তু সাধারণ মানুষ যখন মাদক ব্যবসায়ীকে ধরে, প্রশাসন তখন নিরব থাকে।
বক্তারা বলেন, শ্রীমঙ্গল শহরে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। এই মাদক ব্যবসায়ীরা কাদের সেল্টারে শ্রীমঙ্গলের মাটিতে মাদক ব্যবসা করে। এই মাদক ব্যবসায়ীরা আমাদের হুমকি দেয় ওদের সাথে নেতা আছে, লিডার আছে প্রশাসন আছে। আমরা জানতে চাই কোন সেই নেতা? কোন সেই প্রশাসন? আমরা দাবী জানাই আপনারা মাদক কারবারীদের আটক করে জিজ্ঞেস করুন কে সেই নেতা, কে সেই প্রশাসন। আমরা যুব সমাজ মাদকের বিরুদ্ধে দাড়িয়েছি। শ্রীমঙ্গলের মাটিতে মাদক কারবারীর ঠাঁই নাই।
Leave a Reply