বার্তা ডেস্ক :: চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
(১৮ মে) রোববার দুপুরে নগরের মোহাম্মদ আলী সড়কের বশর ভিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরসরাই উপজেলার পূর্ব গোলমগরা এলাকার নুর জাহানের ছেলে তৈয়ব (৪৫) এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে রবিউল (১৪)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, শনিবার রাতের বৃষ্টির পর মেট্রোপলিটন হাসপাতালের পাশের ওই ভবনের নিচে পানি জমে যায়। এই জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হন দুজন। উদ্ধারকর্মীরা তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনরা আসার পর মরদেহ হস্তান্তর করা হবে।
Leave a Reply