ছাতকে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২২ মে) সকালে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ণ প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে মেলার গেইটে ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। পরে তিনি মেলায় বসানো বিভিন্ন কৃষি স্টল পরিদর্শন করেন। কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কালে উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন ও ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্লকের দায়িত্বরত উপ সহকারী কৃষি কর্মকর্তা পারভেজ আলম, জসিম উদ্দিন দুর্জয়, আলাউদ্দিন, নারায়ণ দাস, পলাশ দাস ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলা উদ্বোধনের পর মেলা পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজ জাকির হোসেন। কৃষি-ফলজ বৃক্ষ মেলা আগামী রোববার পর্যন্ত চলমান থাকবে।