ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ দুর্দান্ত একটি ব্যক্তিগত মৌসুম কাটানোর জন্য ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের মৌসুম সেরা হয়েছে সদ্যই। সেই রেশ না কাটতেই আরও বড় স্বীকৃতি পেলেন মোহামেদ সালাহ। প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুল তারকা।
এর মধ্য দিয়ে তিনি নাম লিখিয়েছেন দারুণ এক ক্লাবে। মাত্র পঞ্চন খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের এই পুরস্কার জিতলেন তিনি। অন্য চারজন হলেন থিয়েরি হেনরি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেমানজা ভিদিচ ও কেভিন ডি ব্রুইনা। সালাহ প্রথমবার এই খেতাব জিতেছিলেন ২০১৭-১৮ মৌসুমে
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সালাহ ২৮টি গোল করেছেন, সাথে রয়েছে ১৮টি অ্যাসিস্টও। তার এমন পারফরম্যান্স লিভারপুলকে চার ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত করতে রাখে বড় ভূমিকা।
৩২ বছর বয়সী সালাহ এখনও টিকে আছেন গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে। বর্তমানে তিনি নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের থেকে পাঁচ গোল এগিয়ে রয়েছেন তালিকার শীর্ষে।
লিভারপুলের এই মৌসুমে লিগে বাকি আছে আর এক রাউন্ড। ৩৮ ম্যাচের লিগ মৌসুমে এর আগে কোনো খেলোয়াড় ৪৬টি গোল অবদানে রাখতে পারেননি গোল, অ্যাসিস্ট মিলিয়ে)। সালাহর সামনে তাই সুযোগ আছে ৪৭ গোলে অবদানের রেকর্ডও ভাঙার, যা যৌথভাবে আছে অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলের দখলে। যদিও তারা এই কীর্তি গড়েছিলেন ৪২ ম্যাচের মৌসুমে।
প্রিমিয়ার লিগে অন্য সব খেলোয়াড়ের চেয়ে ছয়টি অ্যাসিস্ট বেশি করে সালাহ একই সাথে গোল্ডেন বুট, গোল্ডেন প্লেমেকার এবং মৌসুমে সেরা খেলোয়াড় – এই তিনটি পুরস্কারই জেতা প্রথম ফুটবলার হওয়ার পথে আছেন।
Leave a Reply