জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমি আক্তার সাথী (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ মে) গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মাদক ব্যবসায়ী ওই নারী জগন্নাথপুর এলাকার আবু আমিন মুন্নার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুরের একটি ফাস্ট ফুডের দোকানে অভিযান করে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের পর আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply