1. anjhonroy1@gmail.com : Anjhon Roy : Anjhon Roy
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শুক্রবার, ৩০ মে ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-৩

  • আপডেটের সময়: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯৭ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি::সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‍্যাব-৯ এর পৃথক দুটি অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৫৫১ বোতল নেশাজাতীয় ‘এলকোডাইল’ সিরাপ ও ১৯২ বোতল বিদেশি মদসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২৮ মে) র‍্যাব-৯ এর এক প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সদর কোম্পানী, সিলেট এর একটি আভিযানিক দল মঙ্গলবার (২৭ মে) রাত ১১ টার দিকে জৈন্তাপুর থানাধীন বিরাইমারা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৯২ বোতল বিদেশি মদসহ ১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার বিরাইমারা গ্রামের আব্দুল মালেকের পুত্র রহমত মিয়া (২৮)।

অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল মঙ্গলবার দিবাগত রাত ১২টায় জৈন্তাপুর থানাধীন আসামপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৫১ বোতল নেশাজাতীয় ‘এলকোডাইল’ সিরাপসহ ২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আসামপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র মো. আনোয়ার হোসেন (২৩) এবং আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকার মো. বিল্লাল মিয়ার পুত্র মো. আব্দুল কাদির (২১)। 

এ বিষয়ে র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ (অতিরিক্ত পুলিশ সুপার) বলেন, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ তাদেরকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com