মাধবপুর প্রতিনিধি::হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নাজিম উদ্দিন ওরফে জামিল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর তেমোহনা এলাকায় মুক্তিযোদ্ধা চত্বরের কাছ থেকে মঙ্গলবার (২৭ মে) রাতে নাজিমকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি মাধবপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চেকপোস্ট বসিয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল নাজিমকে গ্রেপ্তার করে তার কাছে থাকা দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।
Leave a Reply